অনলাইন নিউজ পোর্টাল সিলেট দিগন্ত ডটকম এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান ও মাসিক সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা সামগ্রী বিতরণ ও মাসিক সভা ১০ ফেব্রুয়ারি বুধবার শাহজালাল আইসিটি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের হল রুমে অনুষ্ঠিত হয়।
সিলেট দিগন্ত ডটকমের সম্পাদক ও প্রকাশক এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল এর সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক মোঃ মতিউর রহমান এর পরিচালনায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান ও মাসিক সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল আইসিটি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল এর শিক্ষা সম্পাদক ওয়াহিদুর রব। ওয়াহিদুর রব অতিথি হিসেবে তিনি তার বক্তব্যে সিলেট দিগন্ত ডটকমের এরকম উদ্যোগকে স্বাদুবাদ জানিয়ে ভূয়সী প্রশংসা করেন এবং প্রশংসনীয় কাজের জন্য দিগন্ত পরিবারকে ধন্যবাদ দেন । ওয়াহিদুর রব এই রকম কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন সিলেট বিভাগ এর সাধারণ সম্পাদক ডা. এম এস আর জাহিদ, তরুণ সমাজ সেবক মোহাম্মদ নাসির উদ্দিন । বক্তব্য রাখেন সিলেট দিগন্ত ডটকমের ব্যাবস্থাপনা সম্পাদক সাহেদ আহমদ, উপ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন আলী, বার্তা সম্পাদক বকুল হোসেন, অফিস সম্পাদক কামরান রহমান , দক্ষিণ সুরমা প্রতিনিধি মকসুদুর রহমান চৌধুরী, শাহপরান থানা প্রতিনিধি পারভেজ আহমদ, জালালাবাদ থানা প্রতিনিধি শেখ আহমদ, জকিগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান কোম্পানীগঞ্জ প্রতিনিধি ইয়ামিন আরাফাত প্রমূখ।