কামরান রহমান : সুনামগঞ্জের জগন্নাথপুরে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী গ্রামে বাংলাদেশ আনজুমানে তালামিযে স্বজনশ্রী আঞ্চলিক শাখার উদ্যোগ্যে ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল ও অত্র গ্রামের সকল আলেম ও কোরআনের হাফেজদেরকে সংবর্ধনা অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়।
উজ্জ্বল আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিফতাহ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা আল্লামা ড. আহমদ হাসান চৌধুরী শাহান ফুলতলী, বিশেষ অথিতির বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা আজমল হোসেন জামি, উপজেলা আল ইসলাহর সহ সভাপতি হযরত মাওলানা আবু আইয়ুব আনসারী, হলিয়ার পাড়া ফাজিল মারাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা সাইফুল ইসলাম,অত্র এলাকার প্রবীন ক্বারী, ক্বারী মখদ্দুছ আলী,প্রবীন ক্বারী হামদু মিয়া,বেরী হাজী উসমান আলী হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা নজরুল ইসলাম,সুনামগঞ্জ জেলা তালামিযের সহ শিক্ষা সাংস্কৃতি সম্পাদক হযরত মাওলানা হাফিজ তারিছ আলী, জগন্নাথপুর পশ্চিম উপজেলা তালামিযের সভাপতি,হযরত মাওলানা হাবিবুর রহমান।
উপজেলা তালামিযের অফিস সম্পাদক হাফিজ ক্বারী ইমরান আহমদ জ্বীলানি, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন তালামিযের সাংগঠনিক সম্পাদক হাফিজ আবু মুনসুর, বাউধরণ আঞ্চলিক শাখা তালামিযের সভাপতি হাফিজ মোঃ জমির হুসেন, এসময় চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর পরিচিত মুক লন্ডন প্রবাসী বাউধরণ গ্রামের মো মুজিবুর রহমান সাহেব, গ্রামের বিশিষ্ট মুরুব্বি জনাব হাজী আক্কাস আলী সাহেব, গ্রামের সাবেক মেম্বার মোঃ ফারুক মিয়া,জনাব মুজাম্মীল হুসেন গৌছ মাষ্টার, আনফর মিয়া, মাসুক মিয়া,জামাল মিয়া,তালামিযের সাবেক সদস্য প্রবাসী জনাব মোঃ রাসেল আকরাম, আল ইসলাহ ও তালামিযের বিভিন্ন জায়গা থেকে আগত নেত্রীবৃন্দ সহ গ্রামের ভিবিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।সংবর্ধনা অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন গ্রীস প্রবাসী মোঃ তোফায়েল আহমদ সাহেব।
জাদের কে সংবর্দনা প্রদান করা হয় তারা হলেন ১। জনাব মাও: ক্বারী মো ইকবাল হোসেন শিহাব সাহেব। শিক্ষক পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়। ২/ জনাব মাও: ক্বারী মো সাইফুল ইসলাম সাহেব।সহকারি অধ্যাপক হলিয়ার পাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। ৩/ জনাব মাও: ছানাওর আলী সাহেব ৪/ জনাব মাও: মো : আব্দুল মজিদ সাহেব। শিক্ষক রানিগঞ্জ বাজার দারুছুন্নাহ হাফিজিয়া আলিম মাদ্রাসা।
৫/ জনাব মাও: মো আবু আইয়ূব আনসারি সাহেব।শিক্ষক চিলাউরা দারুছুন্নাহ আলিম মাদ্রাশা। ৬/ মাও: ক্বারী মো মঈন উদ্দিন সাহেব। ৭/ মাও: ক্বারী মো জয়নাল আবেদিন সাহেব। শিক্ষক স্বজনশ্রী সরকারি প্রাতমিক বিদ্যলয়।৮/ হাফিজ ক্বারী আল আমিন মুন্সি ৯/ মাও মো ইব্রাহিম রেজা
১০/ মাও : রেজাউল করিম শাহিন ১১/ মাও: ক্বারী মো: আক্তার হোসাইন ১২/ মাও: ক্বারী সাইদ মোহাম্মদ বেলাল ১৩/ হাফিজ মো মাছুৃম বিল্লাহ। ১৪/ হাফিজ ক্বারী মুক্তার আহমদ ছুটন। ১৫/ হা: মো মোশাহিদ আহমদ কামালি।১৬/ হা: মো হাবিবুর রহমান। ১৭/ হা: জুনাইদ আহমদ।১৮/ হা: ক্বারী সেবুল মিয়া। ১৯/ হা: ক্বারী কয়েছ আহমদ। ২০/ হা: ক্বারী তামিমুল ইসলাম হেলাল।২১/ হা: ক্বারী শফিকুল ইসলাম। ২২/ হা: ক্বারী মো রইছ উদ্দিন। ২৩/ হা: মো আখলাক হোসেন।২৪/ হা: ক্বারী ইমরান আহমদ জিলানি।২৫/ হা: মুজাহিদুল ইসলাম ছুটন।২৬/ হা পারবেজ আহমদ।২৭/ হা: ইমরান হোসেন তালহা। এ সময় বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইস্লামিয়ার সাবেক কেন্দ্রিও সভাপতি ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সুনামধন্য সহকারী অধ্যাপক হযরত আল্লামা ড, আহমদ হাসান চৌধরি সাহেব কে এবং বাংলাদেশ আঞ্জুমানে আল ইস্লাহ জগন্নাথপুর উপজেলার সভাপতি হজরত মাও: আজমল হুসাইন জামি সাহেব কে স্বজনশ্রী আগমন উপ্লক্কে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইস্লামিয়া স্বজনশ্রী আঞ্চলিক সাখার পক্ষতেকে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংগটনের সভাপতি মো উজ্জল মিয়া ও সাধারন সম্পাদক ক্বারী মো মিফতাহ উদ্দিন। সহ সাধারণ সম্পাদক ক্বারী মো কুতুব উদ্দিন। সাংটনিক সম্পাদক আবু হুরায়রা মারজান। সহ সাংটনিক সম্পাদক নাজমুল হক সহ হেমায়েত হিসেন তালবিয়া । জিয়াউর রহমান। মুরসালিন আহমদ। বালায়েত হুসেন মুয়াবিয়া। হাফিজ ক্বারী রইছ উদ্দিন। সুমন আহমদ সায়েম আহমদ ইমন আহমদ রিয়াজ আহমদ। আলি আমজদ।কামরান আহমদ ও মো সাইফুল্লা এর সহযোগিতায় তাদের হাতে সংবর্ধনা তুলে দেয়া হয়।