এম.এ.সামাদঃদক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে ১৬টি টিম নিয়ে স্টার স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ২য় স্টার স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী রেবতী রমণ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত জমজমাট ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হাজী চুনু মিয়া।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কবির উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, মোগলা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত জমজমাট বিগ ফাইনাল ম্যাচে পরস্পরের মোকাবিলা করে নাবিল ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিকস হাউজ বনাম জয়তুন ফুটবল একাডেমী ইউকে। উভয় দলে ৯ জন নাইজেরিয়ান খেলোয়াড় সহ ঢাকা এবং সিলেট জেলা টিমের খেলোয়াড়গণ তাদের অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে। খেলাটি শুরু হয়ে নির্ধারিত সময়ে উভয় দলের মধ্যে ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হলে খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৪-২ গোলে জয়তুন ফুটবল একাডেমি নাবিল ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিকস হাউজ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার মর্যাদা লাভ করে।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন। উক্ত টুর্নামেন্টে ম্যান অব দ্যা ফাইনালঃ- হেলেন (জয়তুন ফুটবল একাডেমি ইউকে), বেস্ট প্লেয়ার অব দ্যা টুর্নামেন্টঃ- আবু বক্কর (নাবিল ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিকস হাউজ), বেস্ট গোলকিপার অব দ্যা টুর্নামেন্টঃ-সামছুল (নাবিল ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিকস হাউজ) নির্বাচিত হোন।
উক্ত জমজমাট বিগ ফাইনাল খেলা দেখার জন্য প্রায় দশ হাজার ফুটবল প্রেমী মানুষ মাঠের চারিপাশে সমবেত হয়েছিল। তারা আশা করেন স্টার স্পোর্টিং ক্লাব ভবিষ্যতেও এরকম টুর্নামেন্টের আয়োজন করে ফুটবলের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে এবং তরুন সমাজের নৈতিক অবক্ষয় রোধে ভূমিকা রাখবে।