ঢাকা,২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

মোগলাবাজার থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

received_247933536886948.jpeg

সাহেদ আহমদ : সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, পুলিশ জনগণের বন্ধু। মাদক, জুয়া নির্মূলে তথ্য দিয়ে অপরাধীদের অবস্থান পুলিশকে জানালে ব্যবস্থা নিতে সহজ হয়। চুরি, ডাকাতি চেষ্টার ঘটনা ঘটলে তাৎক্ষনিক মসজিদের ইমাম, মুয়াজ্জিনরা মাইকে প্রচার করলে পুলিশ ও জনসাধারণ এগিয়ে এসে প্রতিরোধ করা সম্ভব হবে। সমাজ থেকে অন্যায়, অসামাজিকতা দূর করতে হলে পুলিশের পাশাপাশি জনগণকে সচেষ্ট থাকার আহবান জানান তিনি।

অতিরিক্ত কমিশনার বৃহস্পতিবার সকালে মোগলাবাজার থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপ-পুলিশ কমিশনার সোহেল রেজা’র সভাপতিত্বে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এহসানুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোগলাবাজার থানার ওসি মোঃ শামসুদ্দোহা পিপিএম, নিজাম উদ্দিন ইরান, সয়েফ খান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, সহ সাধারণ সম্পাদক নুরুল হক শিপু, আলহাজ্ব চুনু মিয়া, অধ্যাপক জিল্লুর রহমান সুয়েব, শমসের সিরাজ, সেলিম আহমদ মেম্বার, আইয়ুব হোসেন মেম্বার, সাংবাদিক সুলতান সুমন, দুলাল আহমদ, দীনেশ কর, রাহিমুল ইসলাম লিহিন, আব্দুল ওয়াদুদ, জয়নাল হক, রাজন খান ইমন, খলিলুর রহমান উসামা প্রমুখ। প্রধান অতিথি বিভিন্ন বক্তার বক্তব্য মনযোগ সহকারে শুনে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published.

scroll to top