ঢাকা,৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

খালোমুখ বাজারের বৈরাগি বাজার রোডে ৪০ বছর আগের এই ব্রিজটি এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ//সংস্কার জরুরি

received_244188160695218.jpeg

পাবেল আহমদ : হোসাইন মোহাম্মদ এরশাদ এর সরকারের সময় সিলেট তিন আসনের এমপি মুকিত খানের আমলে এই ব্রিজটি তৈরি করা হয়।এই ব্রিজটি খালোমুখ বাজার এ অবস্থিত এই ব্রিজটি বর্তমানে জনগণের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এই ব্রিজ এর উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে এমনকি প্রতিদিন কয়েক হাজার যানবাহন যাতায়াত করে আর সবাই ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার করেন এই ব্রিজটির দুপাশের রেলিং ভাঙা এবং ব্রিজটি অন্য সব ব্রিজ এর চাইতে ছোট যার কারণে ব্রিজের একপাশ থেকে ১টি গাড়ি আসলে অন্য পাশ দিয়ে আরেকটি গাড়ি যেতে পারে না আর ব্রিজ এর উপরে যদি দুইটি গাড়ি মুখোমুখি হয় তা হলে কে আগে ব্রিজ পার হবেন তা নিয়ে তুমুল ঝগড়া এমনকি অনেক সময় সংঘর্ষ ও সৃষ্টি হয়।সরকারি অনেক কর্মকর্তা অনেক বার এই ব্রিজ এর জন্য মাটি পরীক্ষা ও পানি পরীক্ষা করেছেন কিন্তু দীর্ঘ অনেক দিন থেকে এই ব্রিজটির কোনো কাজ হয়নি তাই এলাকার জনসাধারণের দাবি এই ব্রিজটি অতিদ্রুত পুনঃসংস্কার করা হোক।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top