ঢাকা,২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নগর ভবনে বৈঠক,চৌহাট্টার পরিহবন শ্রমিকদের ঘটনা নিস্পত্তি

received_429532928284052.jpeg

সাহেদ আহমদ :: নগরের চৌহাট্টায় সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজে বাধা, অবৈধ গাড়ির স্ট্যান্ড উচ্ছেদের ঘটনায় মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারিদের উপর চৌহাট্টাস্থ মাইক্রোবাস-প্রাইভেটকারের শ্রমিকদের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পরিবহন শ্রমিকরা।

এ ঘটনায় নগর ভবনে মেয়র, কাউন্সিলর ও বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার রাতে দুই দফায় প্রায় ৩ ঘন্টা দীর্ঘ বৈঠক শেষে এসব সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় চৌহাট্টার ঘটনায় রজু হওয়া তিনটি মামলা আইনানুগ প্রক্রিয়ায় দ্রুত নিষ্পত্তি করা এবং ক্ষতিগ্রস্থ পরিবহন মালিকদের ক্ষতিপূরনে সহায়তা করা।

সিলেট সিটি কর্পোরেশরনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে সিলেট ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক-মালিক প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকের এক পর্যায়ে ঘটনা নিষ্পত্তির লক্ষ্যে কাউন্সিলর, সাংবাদিক, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিক-মালিক প্রতিনিধিদের সমন্বয়ে ১৬ সদস্যের একটি কমিটি করা হয়। কমিটির সদস্যরা হলেন, শেখ মখন মিয়া চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট চেম্বারের সভাপতি এটিএম শোয়েব, কাউন্সিলর মখলিসুর রহমান কামরান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল, সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউল কবীর, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মঈনুল ইসলাম, সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবীর সেলিম, মো. আতিকুর রহমান ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা আবু সরকার।

এই কমিটি ঘটনা সমঝোতার লক্ষ্যে উপরে উল্লেখিত সিদ্ধান্ত সমূহ নেন এবং তাদের পক্ষে সভায় সিদ্ধান্ত সমূহ উপস্থাপন করেন আলহাজ্ব শেখ মখন মিয়া। এতে সবাই ঐক্যমত পোষন করেন। পরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সবাইকে ধন্যবাদ জানিয়ে নগরীর উন্নয়নে সর্বস্থরের নাগিরিকদের সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান।

এছাড়া বৈঠকে উপস্থিতি ছিলেন, সিলেট স্টেশন ক্লাবের সভাপতি সদর উদ্দিন আহমদ চৌধুরী, ওয়ার্কাস পার্টির সভাপতি সিকান্দর আলী, বেসরকারী ক্লিনিক-হাসপাতাল সমিতির সভাপতি ডা. নাসিম আহমদ, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমরান আহমদ চৌধুরী, সিসিক কাউন্সিলর আজম খান, কাউন্সিলর রেজাউল হাসান লোদী, কাউন্সিলর সালেহ আহমদ সেলিম, কাউন্সিলর রাশেদ আহমদ, কাউন্সিলর মো. ছয়ফুল আমীন, কাউন্সিলর আফতাব হোষেন খান, কাউন্সিলর মো. ইলিয়াসুর রহমান, কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর মো. আব্দুর রকিব তুহিন, কাউন্সিলর আব্দুল মহিত জাবেদ,

কাউন্সিলর এসএম শওকত আমীন তৌহিদ, কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, কাউন্সিলর আবুল কালাম আজাদ, কাউন্সিলর কুলসুমা বেগম পপি, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বাপা সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবীর, সাংবাদিক শাহ দিদার আলম চৌধুরী সহ পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published.

scroll to top