ঢাকা,৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মৌলভীবাজার আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি এড. কামরেল,সম্পাদক এড. খালিক

Polish_20210226_155310351.jpg

এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল : ঐতিহ্যবাহী মৌলভীবাজার আইনজীবী সমিতির ২০২১-২০২২ ইং সনের  নির্বাচন সম্পন্ন। ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ রোজ বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন  অনুষ্ঠিত হয় । এড. কামরেল আহমেদ চৌধুরী সভাপতি ও এড. আব্দুল খালিক সাধারণ সম্পাদক

কমিটির অন‍্যান‍্য নির্বাচিত  মিঃ ডাডলী ডেরিক প্রেন্টিস সহ-সভাপতি, মোঃ মাহবুবুল আলম সহ-সাধারণ সম্পাদক, বাবু সুমন কুমার দাস সহ-সম্পাদক (লাইব্রেরী),  সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী সহ-সম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতি), আশফাক আহমেদ সদস্য, বাবু সজল চন্দ্র দেব সদস্য, ইমরান মিয়া লস্কর সদস্য, জনাব সাকির আহমদ সদস্য এবং মিসেস সুবিনা আক্তার সদস্য হিসেবে নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top