ঢাকা,২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পুর্ব বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’র ছাদ ঢালাই সম্পন্ন

Polish_20210302_211010284.jpg

বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেট বিশ্বনাথ ২নং খাজাঞ্চী ৭নং ওয়ার্ড বন্ধুয়া 01-03-2021 রোজ সোমবার সকাল 8:30 মিনিটের সময় পূর্ব বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সপ্রবি এর ছাদ ঢালাই কাজ দোয়ার মাধ্যমে শুরু হয়!
উপস্থিতিবৃন্দঃমরহুম ছিফত উল্লাহ চেয়ারম্যান সাহেব এর ছেলে ও সাবেক সভাপতি জনাব চান মিয়া সাহেব! সভাপতি ডা.গিয়াস উদ্দিন সোহাগসহ সভাপতি মাওঃ সফিকুল আমিন তেরা মিয়া!মোঃরহিদুল ইসলাম ওয়ার্ক এসিস্ট্যান্ট উপ সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র দেবনাথ,মোঃ তরিকুল ইসলাম ওয়ার্ক এসিস্ট্যান্ট!প্রধান শিক্ষিকা ভিতিরানি তালুকদার
বন্ধুয়া পুরাতন জামে মসজিদের সাবেক ইমাম মাও. আব্দুস সালাম সাহেব!
ভূমি দাতা হাজী মানিক মিয়া ও লেচুমিয়ামুরব্বি বাদশা মিয়া ফারুক মিয়া বেলাল আহমদ ঠিকাদার কুকন মিয়া প্রমূখ!
মতবিনিময় আলোচনায় উপস্থিতিবৃন্দরা সমাজ ও শিক্ষা নিয়ে আলোচনা করেন!স্কুল কমিটির সভাপতি ডাক্তার গিয়াস উদ্দিন সোহাগ সাহেব স্কুলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন ও ইসলামপুর টু বন্ধুয়া রাস্তাটির জন্য জোর দাবী করেন!
মোনাজাত পরিচালনা করেন.বন্ধুয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ইসলামিক গবেষকঃ হাফেজ মাও.শাফী উদ্দীন!মোনাজাতে তিনি স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দের জন্য সফলতা কামনা করেন.এবং স্কুল কমিটি ও এলাকার সর্বস্তরের জনতার মঙ্গল কামনা করেন. বন্ধুয়া কেন্দ্রীয় মসজিদের খতিব মাও.শাফী উদ্দীনের মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top