সিলেট দিগন্ত প্রতিনিধি : সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি কয়েক দিন থেকে অসুস্থতা বোধ করলে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। পরীক্ষা-নীরিক্ষা করার পর তার করোনার শনাক্ত হয়। এরপর তাকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাাতালে ভ্যান্টিলেশনে নিচ্ছেন।
দেশে করোনার প্রার্দুভাব শুরু পর থেকেই এমপি সামাদ সম্মুখে থেকে সেবা করেছেন জনসাধারণের। খাদ্য, অর্থ, ঔষধ বিতরণ করেছেন বিরামহীন ভাবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর অসুস্থতার সংবাদ পেয়ে তার নির্বাচনী এলাকায় মসজিদে মসজিদে সুস্থতার জন্য দোয়া করা হচ্ছে।
মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে সিলেটবাসী সহ দেশবাসী ও দেশে- বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়া কামনা করা হয়েছে।