সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের দুই পুত্র জিসান জামান ও আরাফাত জামান করোনাক্রান্ত হয়ে যুক্তরাজ্যে আইসোলেশনে রয়েছে। তাদের করোনামুক্তি ও সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। মাহফিলে বদরুজ্জামান সেলিমের দুই পুত্র জিসান জামান ও আরাফাত জামানের করোনা থেকে মুক্তি লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে বদরুজ্জামান সেলিম ও তার পরিবারের অন্যান্য সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছোট পুত্র আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু, করোনা মহামারী থেকে মুক্তি ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। মাহফিলে বদরুজ্জামান সেলিমের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের পাশাপাশি বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুস সোবহান।
মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ মকন মিয়া চেয়ারম্যান, বদরুজ্জামান সেলিমের ছোট ভাই শওকত আহমদ, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, স্বাস্থ্য সম্পাদক ডা: আশরাফ আলী, পরিবার কল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক কয়েস আহমদ সাগর, সহ-বাণিজ্য সম্পাদক আব্দুস সাত্তার আমীন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম. মখলিছ খান, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ, নাসির উদ্দিন রহীম ও নজরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা মাহবুব আহমদ চৌধুরী, পারভেজ আহমদ, ২৫নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রানা, ২৪নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক স্বাধীন, বিএনপি নেতা তানভীর আহমদ, রিয়াদুল হাসান রুহেল, সাবেক যুবদল নেতা সাহেদ আহমদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, মহানগর ছাত্রদলের আপ্যায়ন সম্পাদক ইফতেখার আহমদ চৌধুরী সানি প্রমূখ
বদরুজ্জামান সেলিমের দুই পুত্র করোনাক্রান্ত সুস্থতা কামনায় দোয়া মাহফিল
