দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব তফাজ্জল হোসেন এর সাথে যুক্তরাষ্ট্রের মিশিগান স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সদর দক্ষিণ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে নেতাকর্মীদের উদ্দেশ্যে আব্দুর রহমান বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যের কোন বিকল্প নাই। ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র বিরোধী শক্তির বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। তিনি নেতাকর্মীদের কেন্দ্র ঘোষিত যে কোন কর্মসূচি বাস্তবায়নে অতীতের মত সাহসী ভূমিকার রাখার আহবান জানান।
দক্ষিণ সুরমা বিএনপির আহবায়কের সাথে মিশিগান স্বেচ্ছাসেবক দলের সভাপতির আব্দুর রহমানের সৌজন্য সাক্ষাৎ
