ঢাকা,৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে মাদক (ইয়াবা ট্যাবলেট) উদ্ধার এবং আসামী গ্রেফতার

received_444739296790902.jpeg

দক্ষিণ সুরমা প্রতিনিধি : ১৬/০৩/২০২১খ্রি: তারিখ ২৩:০৫ ঘটিকায় দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা ষ্টেশন রোডস্থ এস.আর পোল্ট্রি ও মেসার্স ডিম ভান্ডার দোকান এর সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করিতেছে মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হইয়া অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এসআই(নিঃ)/যতন চন্দ্র পাল সঙ্গীয় এসআই(নি:)/মো: রোকনুজ্জামান চৌধুরী পিপিএম, এসআই(নি:)/কল্লোল গোস্বামী, এএসআই(নি:)/সঞ্জয় চন্দ দে, এএসআই(নি:)/মো: বোরহান উদ্দিন, এটিএসআই/মো: মাজহারুল ইসলাম, কং/১৯০৩ বকশাল, কং/১৯০৭ শোভন সহ সহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া আসামী ১। মো: জিয়া উদ্দিন (৩০) পিতা-মৃত আব্দুল মতিন @ মহুরি মতিন, সাং- বরইকান্দি ১নং রোড, সুনামপুর, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট’কে আটক করেন। ধৃত আসামী মো: জিয়া উদ্দিন (৩০) এর হেফাজত হইতে ৩০(ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি TVS metro plus ON TEST কালো-নীল রংয়ের ১১০ সিসি মোটরসাইকেল উদ্ধার পূর্বক ১৬/০৩/২০২১খ্রিঃ তারিখ ২৩:১৫ ঘটিকায় এসআই(নি:)/যতন চন্দ্র পাল সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামীর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৬, তারিখ-১৬/০৩/২০২১খ্রিঃ ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) রুজু করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top