ঢাকা,২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

জননেত্রী শেখ হাসিনা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী পালন

received_1181619892255347.jpeg

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেটে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষে সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হাসান।

১৭ মার্চ বুধবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য, এপিপি এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর। বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হাসান, যুক্তরাজ্য আওয়ামীগ নেতা, সাবেক ছাত্র নেতা মকসুদুর রহমান, শামিমুর রহমান শামীম, ইঞ্জিনিয়ার মোঃ হারুন উর রশিদ, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি মাহমুদা নাজিম রুবি, ২১নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জান্নাতুল নাসরিন উর্মি, আছমা চৌধুরী আতিয়া, রাবেয়া আক্তার রিয়া, সামছুন নাহার, সোহাগ ভৌমিক, আব্দুল হামিদ, দিপক দাস, সুজন দাস, তানবির মোল্লা, অনিক দেব, মিনারা বেগম, রুমি, কানিজ ফাতেমা, তানিয়া আক্তার ফাইম, মনি বেগম প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামই একটি ইতিহাস, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন এই বাংলাদেশ পেতাম না। মহান এই নেতার জীবন আদর্শ লালন করে সবাই দেশ জাতি ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top