ঢাকা,৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

রাখালগঞ্জে মাউন্টেইন ফ্যাশনের বেস্ট সেলার সম্মাননা প্রদান ও মাসিক সভা সম্পন্ন

received_3989862047744366.jpeg

এম.এ.সামাদঃ দক্ষিণ সুরমা উপজেলার রাখালগঞ্জে মাউন্টেইন ফ্যাশন অনলাইন শপিংয়ের মাসিক সভা, বেস্ট-সেলার ও সেলারদের সম্মানি প্রদান অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৮মার্চ,২০২১) বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় দাউদপুর ইউনিয়নের রাখালগঞ্জস্থ মাস্টার প্লাজায় উপজেলার প্রথম অনলাইনভিত্তিক শপিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘মাউন্টেইন ফ্যাশন’র সভা অনুষ্ঠিত হয়।

মাউন্টেইন ফ্যাশনের উদ্যোক্তা সুহেল আহমদের সভাপতিত্বে ও
মাউন্টেইন ফ্যাশনের অন্যতম সদস্য এবং উদ্যোক্তা শহিদুর রহমান শাকিবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির প্রফেসর জনাব আবুল কালাম আজাদ ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সার্জেন্ট কামাল আহমদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মাউন্টেইন ফ্যশনের উদ্যোক্তা সাদিকুর রহমান। সেলারদের মধ্য থেকে বক্তব্য রাখেন এহসানুর রহমান।

পরে মাউন্টেইন ফ্যাশনের ফেব্রু-মার্চ মাসের বেস্ট সেলার সুলতান রাজ’কে পুরস্কার প্রদান করা হয় এবং সেলারদের মাসিক সম্মানি প্রদান করা হয়।

তরুণ্যকে কাজে লাগিয়ে বেকারত্ব সমস্যা কমিয়ে আনা এবং কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরি করাই হচ্ছে মাউন্টেইন ফ্যাশনের লক্ষ। গত ৮ জানুয়ারি মাউন্টেইন ফ্যাশনের যাত্রা শুরু করে। মাউন্টেইন ফ্যাশনের উদ্যোক্তারা হলেন সুহেল আহমদ, শহিদুর রহমান,সিদরাতুল মুনতাহা ও সাদিকুর রহমান।
বিগত ২ মাসে মাউন্টেইন ফ্যাশন সর্বমোট ১১২ টি প্রোডাক্ট সেল করে। তাদের প্রোডাক্টে কোনো সমস্যা থাকলে ৩ দিনের ভেতর রিটার্ন করার সুবিধা রয়েছে এবং মাউন্টেইন ফ্যাশন ফেসবুকের মাধ্যমে তাদের সেবা প্রদান করে থাকে।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top