এড.আব্দুল্লাহ আল হেলাল : সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা আজ ২০-০৩-২০২১ইং রোজ শনিবার সকাল ১১ ঘটিকায় সিলেট জেলা বারের ২নং বার হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কোম্পানীগঞ্জ সমিতির নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে ও ২০২০ সালের এস এস সি ও এইচ এস সি জিপিএ ফাইভ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় ।
কোম্পানীগঞ্জ সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক তোতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল হক এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ সমিতি সিলেট এর সহ সভাপতি এডভোকেট কামাল হোসাইন, এডভোকেট মাহফুজুর রহমান, এডভোকেট আজমল আলী, নাজিম উদ্দিন, মাওলানা এখসান উদ্দিন, আবুল হাসনাত মোস্তাক, শাহ জাহান সাজু, আলীম উদ্দিন , মোহাম্মদ সেলিম, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল প্রমুখ।