সাহেদ আহমদ :: সিলাম ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকে এর পক্ষ থেকে দক্ষিণ সুরমার দৃষ্টি নন্দন ঐতিহ্যবাহী চকের বাজারস্থ সিলাম শাহী ঈদগাহ উন্নয়ন কাজের জন্য গত ১৯ মার্চ শুক্রবার ৪লক্ষ টাকার চেক ও সাড়ে ৩লক্ষ টাকার নির্মাণ সামগ্রী ঈদগাহ কমিটি র নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়। সিলাম ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকে এর পক্ষ থেকে হস্তাস্তর করেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সোহেল খন্দকার। গ্রহণ করেন – ঈদগাহ কমিটির সেক্রেটারী মুদাব্বির হোসেন,কোষাধ্যক্ষ মো.ফজলু মিয়া ,সুবেদার অব. শাহ আব্দুল মান্নান,আলহাজ্ব সজ্জাদ মিয়া,শফিকুল ইসলাম,আবুল কালাম। এসময় উপস্থিত ছিলেন- যুক্তরাস্ট্র প্রবাসী রুমেল খন্দকার,সাংবাদিক হাজী এম আহমদ আলী,হাজী তাজরুল ইসলাম তাজুল,হাজী আব্দুর রহিম,মনিরুল ইসলাম তুরন,শাহ ওলিদুর রহমান,শামছুল হক,মছদ্দুর শিকদার প্রমুখ। পরে দেশবাসী ও প্রবাসী যারা ঈদগাহ উন্নয়নের জন্য অনুদান প্রদান করেছেন তাদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন-আলহাজ্ব সজ্জাদ মিয়া। সভায় কমিটির পক্ষ থেকে জানানো হয় দেশবাসী ও প্রবাসীদের দেয়া অনুদানের মাধ্যমে প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে এ পর্যন্ত নির্মাণ কাজ চলছে। বর্তমানে কাজ চলছে আরো অনেক টাকার প্রয়োজন । প্রবাসীদের পক্ষ থেকে ঈদগাহ প্রাঙ্গন লাইটিং করাসহ সৌন্দর্য বর্ধণে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান প্রবাসী সুহেল খন্দকার।
সিলাম ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষে চকের বাজার’স্থ শাহী ঈদগাহ উন্নয়নের জন্য নগদ অর্থ প্রদান
