সাহেদ আহমদ :: সিলেটের এককালীন বিশিষ্ট শিল্পপতি, সমাজহিতৈষী, হযরত মিয়া ফাজিলচিস্ত জামে মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম মোহাম্মদ ইউসুফ মিয়া সাহেবের একমাত্র কন্যা এবং বিশিষ্ট চিকিৎসক, শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজসেবক মরহুম ডাঃ এম আহমেদের সহধর্মীনী, ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফার মাতা, বিশিষ্ট সমাজসেবী, শিল্পপতি, শিক্ষানুরাগী, সংগঠক, লায়ন্স কাবের সাবেক সভানেত্রী ও রিজিওন্যাল ডাইরেক্টর মরহুমা ফজিলেতুন্নেসা-এর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আগামীকাল ২৬মার্চ শুক্রবার বাদ জুম্মা নিজ বাসভবনে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দোয়া মাহফিলে আত্মীয়-স্বজন, শুভাকাংখী সহ সকলকে উপস্থিত হয়ে মরহুমার আত্মার শান্তি কামনায় শরীক হওয়ার জন্য মরহুমার ছেলে-মেয়ে আহবান করেছেন।