ঢাকা,৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মহান স্বাধীনতা দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এপেক্স বাংলাদেশের শ্রদ্ধাঞ্জলি

received_203213511565751.jpeg

মহান স্বাধীনতা দিবস-২০২১ উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এপেক্স ক্লাবস অব বাংলাদেশ জেলা-৪ এর ২০২০-২১ বর্ষের গভর্ণর এপে. মো. শাহেদুর রহমানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অব সিলেট মেট্রোপলিটনের সভাপতি এপে. এড. মাসুদ আহমদ চৌধুরী মহসীন, এপেক্স ক্লাব অব সিলেটের অতিত সভাপতি এপে. মো. বাবুল মিয়া, সিনিয়র সহসভাপতি এপে. মো. ইউনুছ কবীর, এপেক্স ক্লাব অব শাহপরান সিটির সভাপতি এপে. রৌফুজ্জামান কায়সার, এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের সিনিয়র সভাপতি এপে. কৃষিবিদ এ. কে. আজাদ ফাহিম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top