সাহেদ আহমদ :: মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশজুড়ে যখন কোটি কোটি টাকা ব্যয়ে আড়ম্বরপুর্ন অনুষ্ঠান হচ্ছে তখন এ দেশের অসংখ্য মানুষ খেয়ে না খেয়ে, দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।
ত্রিশ লক্ষ মুক্তিযোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত দেশে মানুষ আজও পাচ্ছে না স্বাধীনভাবে কথা বলার অধিকার, পাচ্ছে না ভোটের অধিকার, অন্ন- বস্ত্র – বাসস্থানের ন্যায্য অধিকার। তাই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আজ সিদ্ধান্ত নিতে হবে প্রয়োজনে আরেকটি মুক্তিযুদ্ধের।
২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখা আয়োজিত বর্ণাঢ্য র্্যালী ও সমাবেশে খেলাফত মজলিস সিলেট জেলা শাখার যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব দিলওয়ার হোসাইন প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলি বলেন।
বর্ণাঢ্য আয়োজনে সাজানো র্্যালীটি দক্ষিণ সুরমার ভার্থখলা থেকে শুরু হয়ে বাস টার্মিনাল, কদমতলি,ঝালোপাড়া,কীন ব্রীজ মোড়,ষ্টেশন রোড হয়ে মারকাজ পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
উপজেলা সভাপতি মতিউল ইসলাম মতিনের সভাপতিত্বে ও সেক্রেটারি হাবীবুর রহমান আবদালের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইসলামি ছাত্র মজলিস সিলেট পুর্ব জেলা সভাপতি মুহাম্মদ এনামুল ইসলাম, পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, ছাত্র মজলিস শাবিপ্রবি সভাপতি মুহাম্মদ জাকির হোসাইন, সিলেট জেলা নির্বাহী সদস্য মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন উপজেলা সহসভাপতি মাওলানা শামসুল ইসলাম শরীফ।