মোগলাবাজার প্রতিনিধি :: দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের গ্রামভিত্তিক আদর্শ সংগঠন ‘হুসেনপুর আদর্শ ইসলামি জনকল্যাণ সংস্থা’র ২০২১-২৩ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।
কাউন্সিল উপলক্ষে গত ২ মার্চ হুসেনপুর জামে মসজিদের মুতাওয়াল্লি আলহাজ্ব খিজির খানের সভাপতিত্বে ও মাওলানা শহিদুল হকের পরিচালনায় এক অনাড়ম্বর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে গ্রামের সর্বস্থরের মুরব্বিয়ান, যুব সমাজ,ছাত্র সমাজ উপস্থিত ছিলেন, গ্রাম বাসির পক্ষ থেকে নতুন দায়িত্বশিলদের নাম ঘোষণা করেন সংস্থার অন্যতম উপদেষ্টা মাওলানা শহিদুল হক হুসেন পুরি।
সংস্থার অন্যান্য দায়িত্বশীলরা হচ্ছেন, সহ-সভাপতি- কয়েস আহমদ, নেওয়ার আহমদ, রাহেল আহমদ, আবুল হাসান,
সহ-সাধারণ সম্পাদক- আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক- আব্দুল হাই ছালেহ, সহ-সাংগঠনিক সম্পাদক-জুয়েল আহমদ, অর্থ সম্পাদক-জুনেদ খান( ইমন), প্রচার সম্পাদক- জাকির হুসেন, সহ-প্রচার সম্পাদক- পাবেল আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক- রায়হান আহমদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক-মনসুর আহমদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক-নুরুল ইসলাম, শিক্ষা সম্পাদক- মিনহাজুল ইসলাম, সহ-শিক্ষা সম্পাদক- শহীদ আহমদ, সালমান ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক-রুহেল আহমদ, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক- রুমেল আহমেদ, সায়েক আহমদ,
সদস্য-
আলাউদ্দিন, সালাউদ্দিন, ইকমাল, কাউছার, আফছর, শাহ আলম, জাহেদ,ফাহিম, তামবির, মারুফ, মাহবুব, সাইদুল,জুবের, রুবেল, নাজিম, মুহিদ, সায়েক, তারেক, সাইফুল, রেদওয়ান, সুফিয়ান, সাকেল, শাহিন,শরিফ নজমুল, সাকেল, সবুজ,তামবির, মাহিদ,লিটন, বুরু মিয়া, মনসুর, নুরুল, আলী হোসেন, বুরহান, জুবের, শাবুল, জাহেদ, জালাল, বাহার, শরফ, রাহান।