কবির আহমদ : ব্রাইট কসমেটিক্স কোম্পানীর মাসিক সাধারণ সভা গতকাল শুক্রবার ঢাকা এক চায়নিজ হোটেলে এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন ব্রাইট কোম্পানির মার্কেটিং ডাইরেক্টর উজ্জল শাহা, ব্রাইট কোম্পানির উপদেষ্টা হাবিবুর রহমান, সেলস ম্যানেজার আহসান মোহাম্মদ মনির, আর এস এম সূজন কোমার, ব্রাইট কোম্পানির টি এস এম এবং বাংলাদেশর বিভিন্ন জেলা থেকে আগত এস পি ও বৃন্দ।