শুরু হলো আবারও নতুন ভাবে
লকডাউনের ডল,
এ খবর শুনে খেটে খাওয়া
মানুষের শরীরে নেই বল।
লকডাউনের সময় মানুষদের
ঘরে বন্দী থাকতে হয়,
সকল মানুষ এই আজাব থেকে
মুক্তি চেয়ে প্রভুর কাছে কয়।
বস্তিতে মহল্লায় পুলিশ
কড়া টহল দিতে আয়,
যারে বাইরে পায়
তারেই পিটুনি দিয়ে যায়।
কি এক অবাক কান্ড
মানুষ অনাহারে আছে আজ?
যে লকডাউন আসলো মানুষ
নাহি করতে পারে কাজ।
কেউ লকডাউন কে ভঙ্গ করে
কাজে নেমে আসে,
এরা হলো অসহায় মানুষ
যাদের কাছে কেউ নাহি বসে।
ক্ষুধার জ্বালায় অসহায় লোক
রিকশা ভ্যান নিয়ে রাস্তায় যায়,
যার কারণে তারা পুলিশ
অন্য বাহিনীর পিটুনি খায়।
কি আর করবে পেটের দায়ে
গরিব মানুষ এদিক-ওদিক নামে?
তারা তো যেতে চায়
কোন ধরনের কামে।
লকডাউনে খেটে খাওয়া মানুষের
এক কষ্টদায়ক কাল,
এই সময় তাদের ঘরে নেই
কোন প্রকার চাল।
আমাদের সবার সবসময়
সচেতন থাকতে হবে,
তাহলে এই ভাইরাস থেকে
মুক্তি পাবে সবে।