ঢাকা,২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বেগম বদরুন্নেসা কলেজ ছাত্রদলের আহবায়ক শ্যামলী-সদস্য সচিব রিমা

received_752442435445680.jpeg

সাহেদ আহমদ :: বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ১৭ সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে শ্যামলী আক্তারকে ও সদস্য সচিব মাকসুদা আক্তার রিমা।

মঙ্গলবার (০৬ এপ্রিল) এই আহ্বায়ক কমিটি অনুমোদন করেন ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক ৬ জন হচ্ছেন- সাবিনা ইয়াসমিন, হামিদা আক্তার, নাজিয়া শারমিন, বিলকিস আক্তার যুথি, তাহমিনা আক্তার শামীমা, তাহমিনা আক্তার কাকন।

সদস্য ৮ জন হচ্ছেন- জেরিন আক্তার, ইশরাত আক্তার আমেনা, মনসুরা আক্তার, কাজিন ফাতেমা ঝুমা, নাজনিন সুলতানা, মিনার আক্তার, মাসফিয়া, ইশরাত জাহান জুঁই ও লিমা আক্তার।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top