সাহেদ আহমদ :: বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ১৭ সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে শ্যামলী আক্তারকে ও সদস্য সচিব মাকসুদা আক্তার রিমা।
মঙ্গলবার (০৬ এপ্রিল) এই আহ্বায়ক কমিটি অনুমোদন করেন ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক ৬ জন হচ্ছেন- সাবিনা ইয়াসমিন, হামিদা আক্তার, নাজিয়া শারমিন, বিলকিস আক্তার যুথি, তাহমিনা আক্তার শামীমা, তাহমিনা আক্তার কাকন।
সদস্য ৮ জন হচ্ছেন- জেরিন আক্তার, ইশরাত আক্তার আমেনা, মনসুরা আক্তার, কাজিন ফাতেমা ঝুমা, নাজনিন সুলতানা, মিনার আক্তার, মাসফিয়া, ইশরাত জাহান জুঁই ও লিমা আক্তার।