ঢাকা,২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মোস্তফা’র মৃত্যু বার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সমাজসেবী লিপন আহমদ

received_186168356502994.jpeg

সাহেদ আহমদ :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বানেশ্বপুর গ্রামের তরুণ সমাজসেবী লিপন আহমদ তার মৃত ভাগনা আব্দুল মোস্তফা’র মৃত্যু বার্ষিকীতে শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। বিতরণ কালে উপস্থিত ছিলেন তার পিতা বানেশ্বপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুওতায়াল্লী হাজী আনা মিয়া,যুক্তরাষ্ট্র প্রবাসী আহমদ আলী, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হাজী আলিরাজান,সৈদূর রহমান,আব্দুল বারী ও সুফি মিয়া।
লিপন আহমদ খাদ্য সামগ্রী বিতরণ কালে এই প্রতিবেদকে বলেন আমার মরহুম ভাগনা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মোস্তফা’র মৃত বার্ষিকীতে আমাদের পরিবার পক্ষ থেকে সামান্য খাদ্য সামগ্রী অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে দিতে পেরে আমার সত্যিই ভালো লাগছে, আমি সবসময় চেষ্টা করবো আগামীতে এধরনের সাহায্য সহযোগিতা করতে,করোনা মহামারির কারণে দেশের মানুষ এখন লকডাউনে ঘরে বন্দী তাই আমি অল্প হলেও চেষ্টা করেছি দরিদ্র মানুষদের কে সাহায্য করতে,আশা করি সমাজের বিত্তশালী ও প্রবাসী গন দরিদ্র অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসবেন। লিপন আহমদ তার পরিবারের প্রবাসী ভাই-বোন সহ সকল আত্নীয় স্বজনের সুস্থতা ও মঙ্গল কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top