বকুল হোসেন : প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ এর সহ সাংগঠনিক সম্পাদক হেলালুল ইসলাম হেলাল নিবাচিত হওয়ায় ২নং খাজাজ্ঞী বাসীর উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাহার নিজ গ্রামের বাড়ীতে এ সংবর্ধনা অনুষ্ঠান সংবর্ধিত অতিথি হেলালুল ইসলাম হেলাল কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আলহাজ্ব লজতুন নেছা দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলানা আবুল বশর ফারুক এর সভাপতিত্বে ও আব্দুল লতিব এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের সভাপতি এডভোকেট আব্দুল্লাআল হেলাল ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২নং খাজান্জ্ঞী ইউনিয়নের সম্ভ্যাব চেয়ারম্যান পদপ্রাথী এম কয়েছ মিয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের সহ সভাপতি ইয়াছিন আলী
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশ্বনাথ থানা বি এন পি নেতা আবু ছোফিয়ান ও ২নং খাজান্জ্ঞী ইউনিয়ন বি এন পি নেতা আসিকুর রহমান রানা ও বন্দুয়া গ্রামের কৃতি সন্তান আবুল লেইছ ও ২নং খাজান্জ্ঞী ইউনিয়ন বি এন পি নেতা তফল পুর গ্রামের কিতি সন্তান জনাব ধনাই মিয়া সাহেব ও ২নংখাজান্জ্ঞী উয়ন বি এন পি নেতা গমরাগুল গ্রামের কিতি সন্তান জনাব নিজাম উদ্দনী ও বন্দুয়া কেন্দ্ররীয় জামে মসজিদের ইমাম ও কথিব হজরত মোলানা সাফি উদ্দনী ও ইমাম সমিতির সভাপতি হযরত মৌলানা আব্দুল সালাম ও ৩নং অলংকারী ইউনিয়নের ডালির গাঁও কৃতি সন্তান দুলাল মিয়া সাহেব ও ভরতলা গ্রামের কৃতি সন্তান ছেরাগ আলী সাহেব ও ৪নং রামপাশা ইউনিয়নের পালের চক গ্রামের কৃতি সন্তান বাভরু মিয়া সাহেব ও বন্দুয়া গ্রামের প্রবিন মোরব্বি ইছবর আলী সাহেব ও বন্দুয়া গ্রামের কৃতি সন্তান আবুল বশর সাহেব ও জেলা ছাএলীগ নেতা মোজাবির আলী সাহেব ও বন্দুয়া গ্রামের প্রবিন মোরব্বি আলকাছ আলী সাহেব ও বি এন পি নেতা রঘুপুর গ্রামের কৃতি সন্তান লিয়াকত আলী সাহেব ও ৭নং ওয়াড ছাত্র লীগ নেতা গিয়াস উদ্দিন , রাগীব আলী,আনাছ আলী, আব্দুর রুপ, জমির আলী, সিলেট দিগন্ত ডটকম প্রতিনিধি বকুল হোসেন, সিলেট চ্যানেল 24 প্রতিনিধি আনোয়া আলী, ইসলাম পুর গ্রামের কৃতি সন্তান আনোয়ার আলী, জয়, কয়েছ ওহাব, রুবেল, ছামছুউদ্দনী, বন্দুয়া গ্রামের কৃতি সন্তান আজাদ আলী, সুয়েব, অলিবুর রহমান শুরমান আলী, ফাহিম, নিজাম উদ্দনী, ভোর, সুজন,ছেরাগ আলী, আছকর আলী, কাহার প্রমুখ