আব্দুল হামিদ : সিলেট অনলাইন পত্রিকা “সিলেট দিগন্ত ডটকম” এর সাধারণ আলোচনা সভা ও চা চক্র আজ ১০ এপ্রিল ২০২১ ইং শনিবার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও চা চক্রে অনুষ্ঠানে সিলেট দিগন্ত ডটকমের সম্পাদক ও প্রকাশক এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল এর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা সম্পাদক সাহেদ আহমদ এর এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “সিলেট সংবাদ “এর সম্পাদক ও জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সিলেট দিগন্ত ডটকম লেখনির মাধ্যমে সাহসী সাংবাদিকতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়ে পাঠকদের আস্থা সৃষ্টি করেছে। তিনি আরো বলেন, আগামী দিনে সিলেট দিগন্ত ডটকম সাংবাদিকতায় আরো গতিশীল সংবাদ পরিবেশন করে তার বৈশিষ্ট ‘সত্যের সন্ধানে অবিরাম’ শ্লোগানকে স্বার্থক করে তুলবেন এই প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি জহুরুল ইসলাম রাসেল, ব্যবসায়ী শাহজাহান মিয়া,রুহেল আহমদ কালাম,জাকির হোসেন সিগদার,জেলা যুবদল নেতা শওকত আলী, ছাত্রদল নেতা আলী আশরাফ ফয়েজ, দিগন্ত ডটকমের বার্তা সম্পাদক আব্দুল হামিদ, বিজ্ঞাপন সম্পাদক বকুল হোসেন, গোয়াইনঘাট প্রতিনিধি কবির আহমদ, বিশেষ প্রতিনিধি সাদিকুর রহমান আহমদ।