ঢাকা,৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সামাজিক দায়বদ্ধতা থেকে দরিদ্রদের কল্যাণে কাজ করছেন লল্লিক চৌধুরী : এমদাদ চৌধুরী

inbound3218282138415979153.jpg

শেখ আহমদ :: যুক্তরাষ্ট্র প্রবাসীদের অর্থায়নে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) বিকেলে মিয়া ফাজিলচিশত এলাকায় সিলেট মহানগর বিএনপির পরিবার কল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী দরিদ্র অসহায়দের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী। খাদ্য সামগ্রী বিতরণ কালে এমদাদ আহমদ চৌধুরী বলেন, দেশে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের শুরু থেকে প্রবাসীরা দেশের মানুষের কথা ভেবে নিরলসভাবে সহযোগিতা চালিয়ে গেছেন। তারা নিজে অনেক কষ্টে দিনযাপন করেও দেশের মানুষের কথা না ভুলে সহযোগিতার হাত বাড়িয়ে যাচ্ছেন। প্রবাসীদের সহযোগিতায় করোনা দুর্যোগে সামাজিক দায়বদ্ধতা থেকে কর্মহীন,অসহায়,হতদরিদ্র দের কল্যাণে নিরলসভাবে কাজ করছেন মহানগর বিএনপির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক আমাদের সহ যুদ্ধা লল্লিক আহমদ চৌধুরী। অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ একটি মহতি উদ্যোগ। আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে সামর্থ অনুযায়ী অসহায়দের সাহায্যে এগিয়ে আসি।
খাদ্য সামগ্রী বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির দপ্তর সম্পাদক রেজাউল করিম আলো, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, প্রচার সম্পাদক শামীম মজুমদার, মহানগর বিএনপির সদস্য ও ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম. মখলিছ খান, সিনিয়র সহ সভাপতি মানিক মিয়া,জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আফসর খান, মহানগর বিএনপির সদস্য আব্দুস সোবহান, ছাত্রদল নেতা নাজিম উদ্দিন, নয়ন পাশা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top