ঢাকা,২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দাউদপুর ইউনিয়নে জাপানেতা আতিকুর রহমান আতিকের সমর্থনে মতবিনিময় সভা

inbound568445176583667039.jpg

সিলেট দিগন্ত ডেস্ক : দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাউৎকান্দি, সিকন্দরপুর, ছানিগাঁওয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আতিকুর রহমান আতিকের সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয়।

গত ১২ এপ্রিল সোমবার মনর মিয়ার বাড়িতে বিশিষ্ট মুরব্বী নিজাম উদ্দিনের সভাতিত্বে ও যুবনেতা শফি আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তরুণ সমাজকর্মী বাচ্চু মিয়া।
হাফিজ জাকারিয়া আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বক্তারা আসন্ন সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আতিকুর রহমান আতিকে লঙ্গল প্রতীক দেয়ার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রতি আহবান জানান। বক্তারা বলেন, আতিকুর রহমান একজন জনদরদী মানুষ। সমাজের সকল শ্রেণি পেশার মানুষের সুখে-দুঃখে তিনি সর্বদা পাশে থাকেন। দল মতের উর্ধ্বে উঠে সবাইকে আতিকুর রহমানের সমর্থনে কাজ করার আহবান জানান।
সভায় সর্বসম্মতিক্রমে বাচ্চু মিয়াকে আহবায়ক ও শফি আহমদকে যুগ্ম আহবায়ক করে ১০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রশিদ আহমদ, নেছার মিয়া, আবুল হোসেন, আতাই মিয়া, ফরিদ আহমদ, দিলাবুর মিয়া, সোনাহর মিয়া, আব্দুল বাছিত, দারা মিয়া, মানর মিয়া, সুরমান আলী, বাদাই মিয়া, ইদ্রিস মিয়া, ছালিম হোসেন, এলাছ মিয়া, জুবের আহমদ প্রমুখ।
এদিকে ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজির উদ্দিনের সভাপতিত্বে ও হাফিজ লিমন আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সমাজকর্মী বাচ্চু মিয়া।
সভায় বক্তব্য রাখেন ফরিদ মিয়া, খলিল মিয়া, লিমন মিয়া, জয়নুল মিয়া, জুবায়ের আহমদ, আশরাফ শাফি প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ২নং ওয়ার্ডের বাচ্চু মিয়াকে আহবায়ক ও খলিল মিয়াকে যুগ্ম আহবায়ক এবং ৩নং ওয়ার্ডের লিলু মিয়াকে আহবায়ক ও ফরিদ মিয়াকে যুগ্ম আহবায়ক করে ১০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top