ঢাকা,৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আজ লকডাউনের দ্বিতীয় দিন : জগন্নাথপুরে স্বাভাবিক লকডাউন

inbound7514265712866673808.jpg

আবু হাসনাত জাকারিয়া : সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় চলছে সারা দেশের ন্যায় লকডাউন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসকে সাধারণ মানুষ স্বাভাবিক দৃষ্টিতে দেখছে। পূর্বের ন্যায় নেই অাতঙ্ক, অল্প সংখ্যক চলছে সিএনজি ও টমটম।

কাঁচামাল বাজারে মানুষের ভিড়, কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। তবে পুলিশ টহল দিচ্ছে জগন্নাথপুর পৌরপয়েন্ট, হাসপাতাল পয়েন্টসহ বিভিন্ন জায়গায়। জনসাধারণের মুখে মাস্ক ও বেদরকারে ঘুরাঘুরি থেকে বিরত থাকার জন্য কঠোর পদক্ষেপ নিচ্ছে পুলিশ। সরকারি অাইনানুযায়ী কঠোর লকডাউনে থমকে গেছে জগন্নাথপুর পৌরসভাবাসী।
জনসাধারণের মতামত জানা যায়, সিয়াম সাধনার এই পবিত্র রমজান মাস যেন শান্তিপূর্ণভাবে কাটে। গত বছরের মতো করোনার কারণে ব্যাঘাত যেন না ঘটে মসজিদে যাওয়া, ঈদের জামাতে নামাজ অাদায়।
দোকানপাট বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদে ব্যবসায়ীরা, বিপাকে অাছেন দিনমজুর। সবাই অতিষ্ঠ হয়ে অাছেন এই লকডাউনের কারণে। মুক্তির অপেক্ষায়, স্বাভাবিক পৃথিবী ফিরে পেতে জনসাধারণের আর্তনাদ।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top