ভন্ড ধরে পীরের বেশ
বাবা খেতাব নিয়ে
হাসিল করে স্বার্থ তার
ভাব ভঙ্গি দিয়ে।
আমলে নেই ফোঁটা চিহ্ন
লেবাসে আছে বেশ
ধোঁকায় ফেলে কতো জনের
ঈমান করে শেষ।
লাল পিরান পরে বেড়ায়
দেখতে খুব লাগে
অপকর্মে ভন্ড বাবা
থাকে সবার আগে।
ভক্ত নিয়ে সদায় সে যে
সিক্ত হয়ে রয়
চরণ দুটি সেবার তরে
রাখে সর্বময়।
ঝাড় ফোঁকের জন্য তাকে
অর্থ দেয়া নয়
খুশি মনেতে বাক্সে তার
হাদিয়া দিতে হয়।
নারী লোভী সে নানা রকম
ভাব ভঙ্গি ধরে
ধোঁকায় ফেলে কতো নারীর
জীবন শেষ করে।
দলে ভিড়ায় রয়েছে যতো
সমাজের ই পোকা
তাদের জোরে দিন দুপুরে
চলে এমন ধোঁকা।
ভন্ড যতো আছে এমন
রুখতে হবে ভাই
যুব সমাজ জাগতে হবে
তাদের ছাড় নাই।।