ঢাকা,২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

প্রভাত বেলা সম্পাদক সুহেলের পিতা ফরীদ উদ্দীনের ইন্তেকাল

inbound7503843819582041875.jpg

সাহেদ আহমদ :: নামাজে জানাযা শুক্রবার বাদ জুমা

সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবীর আহমদ সোহেল, ক্লাব সদস্য আহমদ মারুফ ও সহযোগি সদস্য মশরুর রাসেলের পিতা মাওলানা ফরীদ উদ্দীন আহমদ আর নেই। বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিটে তিনি নগরীর মেন্দিবাগস্থ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহী রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

মরহুমের নামাজে জানাযা শুক্রবার (২৩ এপ্রিল) বাদ জুমা নগরের মেন্দিবাগস্থ (নয়াগাঁও) হাজী হালু মাঝি জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়াল বাড়ি এরালীগোল গ্রামের বাসন্দিা মাওলানা ফরীদ উদ্দীন আহমদ দীর্ঘ ৩০ বছর মাদ্রাসায় শিক্ষকতা করেন। তিনি এলাকায় গোয়ালবাড়ি হুজুর হিসেবে পরিচিত ছিলেন।

সিলেট প্রেসক্লাবের শোক

এদিকে, সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবীর আহমদ সোহেলের পিতা মাওলানা ফরীদ উদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন

Leave a Reply

Your email address will not be published.

scroll to top