সাদিকুর রহমান বিশেষ প্রতিনিধি :
গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের হাটগ্রামে সৌদি আরব প্রবাসী আসাদ আহমদের উদ্যোগে অসহায় দিনমজুর শতাদিক পরিবারের মধ্যে রমজান সামগ্রী বিতরণ করা হয়।
আজ ২৩ এপ্রিল শুক্রবার বেলা ২ ঘটিকার সময় প্রবাসী আসাদের নিজ বাড়িতে দুস্হ অসহায় পরিবারের মধ্য রমজান সামগ্রী বিতরণে উপস্হিত ছিলেন সমাজকর্মী সাদিকুর রহমান,শাহিন আহমদ,শাকিল আহমদ প্রমুখ ।
সামগ্রী হিসেবে ছিল সয়াবিনতেল,পিয়াজ,চানা,খেজুর,ডাল,দুধ,মরিচ,আলু।
করোনা ভাইরাস ও চলমান লকডাউনে যখন দিনমজুর পরিবারগুলো বিপর্যস্ত ঠিক সেই মূহুর্তে রমজান সামগ্রী বিতরণের ফলে অসহায় পরিবারগুলো কিছুটা হলেও কষ্ট লাগব হবে।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের শুরু থেকে দেশের মানুষের জন্য বিভিন্ন ভাবে প্রবাসীরা সহযোগিতা করে যাচ্ছেন। প্রবাসীরা নিজেরা কষ্টের মধ্যে থেকেও অসহায় মানুষের কল্যাণে দুর্যোগ কালীন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন। উপস্হিত বক্তারা বলেন,
প্রবাসী আসাদের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। আসুন আমরা সকলে মিলে নিজ নিজ অবস্হান থেকে দেশের মানুষ ও সমাজের উন্নয়নে কাজ করি।