ঢাকা,২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সিলেট-৩ আসনের ফেঞ্চুগঞ্জে ব্যারিস্টার সালামের খাদ্য সামগ্রী বিতরণ

inbound4362888862108332360.jpg

সাহেদ আহমদ : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষকে সহযোগিতার অংশ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম। বিবি’স ট্রাস্টের উদ্যোগে সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব এর সার্বিক ব্যবস্থাপনায় ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও,উত্তর কুশিয়ারা ও দক্ষিণ কুশিয়ারা ইউনিয়নের হত দরিদ্র অসহায় কর্মহীন মানুষের মধ্যে শনিবার সকালে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণের সময় উপস্থিত ছিলেন – মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য সুফিয়ানুল করিম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য তসলিম আহমদ নেহার,দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক বাবর আহমদ রনি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জহুরুল ইসলাম রাসেল,দক্ষিণ সুরমা যুবদলের যুগ্ম আহবায়ক কাওসার আহমদ নামর,মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আদিল আহমদ, দক্ষিণ সুরমা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুবের আহমদ,ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজেল আহমদ, রাশেদুল হাসান চৌধুরী, আতিক আহমেদ চৌধুরী, রিমন হাসান রিমু, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন নেতা আল মওদুদ সিপার, তোফায়েল আহমদ, আল- আমিন ইসলাম, এনাম মিয়া এবং জয়নুল আবেদীন এন্ড এসোসিয়েটসের সহযোগী সদস্য সাইদুর রহমান চৌধুরী সাদিক প্রমুখ।
এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব জানান দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ সিলেট-৩ আসনে দরিদ্র অসহায় কর্মহীন মানুষের মধ্যে মানবতার কল্যাণে যুক্তরাজ্য প্রবাসী ছোট ভাই ব্যারিস্টার এম এ সালামের পক্ষ থেকে এ কাজ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top