ঢাকা,৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

এতিমখানায় জননেত্রী শেখ হাসিনা পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

inbound2951746959938588923.jpg

বকুল হোসেন বিশেষ প্রতিনিধি :বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ-এর প্রতিষ্ঠাতা সভাপতি মনির খান ও কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মিসেস মনোয়ারা চৌধুরী মুন্নি’র যৌথ উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটেএতিমখানায় শিক্ষার্থীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।গত ২৪ এপ্রিল শনিবার বিকেলে সিলেট সদর উপজেলার সাহেবের বাজার জামিয়া আবু হুরায়রা (রাঃ) আল ইসলামিয়া দারুল হাদিস ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, বৃহত্তর সিলেট গণদাবি পরিষদের কেন্দ্রীয় সদস্য মোঃ জাহিদ হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য, বৃহত্তর সিলেট গণদাবি পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী এপিপি এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন
সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদা নাজিম রুবি, সিলেট মহানগর ২১ নং ওয়ার্ডের মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা, বৃহত্তর সিলেট গণদাবি পরিষদের কেন্দ্রীয় সদস্য জান্নাতুল নাসরিন উর্মি, জীবিকা বহুমুখী সমবায় সংস্থার সভানেত্রী রাবেয়া আক্তার রিয়া, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদিকা শিল্পী বেগম, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সৈয়দ উজ্জামান, প্রিন্সিপাল মাওলানা ইয়াহইয়া খান, মুফতি কয়েছ আহমদ, মাওলানা জাকারিয়া আহমদ, মাওলানা অলিউর রহমান মাসুম, মাওলানা বদরুল ইসলাম, মাওলানা দ্বীন ইসলাম, হাফেজ মাওলানা জাকারিয়া আহমদ, হাফেজ মাওলানা আব্দুল জব্বার, মাওলানা হাম্মাদ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এপিপি এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কল্যাণমুলক কাজের মাধ্যমে মানবেতার মা হিসেবে বিশ্বব্যাপি সুনাম অর্জন করেছেন। প্রধানমন্ত্রীর নামীয় সংগঠন
বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ ঠিক এভাবেই দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে নিঃসার্থ কাজ করছে।
তিনি বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ-এর প্রতিষ্ঠাতা সভাপতি মনির খান ও কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মিসেস মনোয়ারা চৌধুরী মুন্নি’ সিলেট এতিমখায় সহ বিভিন্ন স্হানে মানবিক কার্যক্রম পরিচালনা করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে
তাঁদের মত মাবিক কাজে সামাজিক সংগঠন, দানশীল ব্যক্তিবর্গ ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top