ঢাকা,১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

এপেক্স ক্লাবের ইফতার / খাদ্য সামগ্রী বিতরণ

inbound5834821246822372353.jpg

ইয়াছিন আলী বিশেষ প্রতিনিধি : এপেক্স বাংলাদেশ জেলা ১ ও জেলা ২ এর আয়োজনে মাসব্যাপী প্রতিদিন কমপক্ষে ১০০ জনকে খাদ্য/ ইফতার বিতরণ কর্মসূচির ১১তম দিনে আজ ঢাকার সূত্রাপুরে আজগর আলী হাসপাতালের সামনে শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ সেবা কর্মসূচি পালন করা হয়।

এই সেবা কর্মসূচিতে অংশ নেন জেলা গভর্নর- এপে.সুজিত সাহা সুব্রত, অতীত জাতীয় সভাপতি এপে.খুরশিদ উল আলম অরুণ, এপেক্স ক্লাব ঢাকা মিডটাউনের সদস্য এপে. এএসএম নাফিস, সেক্রেটারি এপে.মিরাজ, এপেক্স ক্লাব অব ঢাকা মেট্রোপলিটনের সেক্রেটারি এপে. মাহিনুর, অতীত সভাপতি ও ন্যাশনাল অফিসিয়াল এপে. রিংক, বোর্ড মেম্বার এপে.রুবেল ও প্রো-এপেক্সিয়ান অর্ণব অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top