#জালায় জালায় আছি#
এম,এ,ছাত্তার উকিল
রাতের বেলায়
মশায় জালায়
দিনে জালায় মাছি.
দুপুর বেলায়
রোদে জালায়
জালায় জালায় আছি।
সকাল বেলায়
ঘুমে জালায়
নিদ্রা নয়ন পাতে.
বাজার বেলায়
গিন্নি জালায়
ফর্দী দিয়া হাতে।
রাতের বেলায়
চোখের পাতায়
ঘুম আসেনা মোটে.
জালায় জালায়
ভুগছি এখন
নানান জালার চোটে।
# জালায় জালায় আছি # এম,এ,ছাত্তার উকিল
