জকিগঞ্জের কৃতি সন্তান হাসিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোহাম্মদ সাহাব উদ্দিন,
International College of Menagement Sydney. থেকে সফলতার সহিদ Master of Managment (Tourism and hospitality) ডিগ্রী অর্জন করেছে। তিনি বাগপাড়া গ্রামের মরহুম ক্বারি জমির উদ্দিনের ২য় ছেলে।
সে উচ্চতর ডিগ্রী করায় জকিগঞ্জ বাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা জানানো হয়। অভিনন্দন বার্তায় এলাকা বাসী তাহার মঙ্গল কামনা করে বলেল তুমি বাংলাদেশের সনাম অর্জন করবে সেই প্রত্যাশা করি।
উচ্চতর ডিগ্রী অর্জন করাই সাহাব উদ্দিন কে জকিগঞ্জ বাসীর পক্ষ থেকে অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা
