ঢাকা,৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নারী ও শিশু রুগীসহ শতাধিক মানুষের মাঝে এপেক্স ক্লাবের ইফতার বিতরণ সেবা

received_141818697907631-scaled.jpeg

সিলেট দিগন্তে : মাসব্যাপী প্রতিদিন কমপক্ষে ১০০ জনকে খাদ্য/ ইফতার বিতরণ কর্মসূচির ১৩তম দিনে আজ ঢাকার সেগুন বাগিচা বারডেম-২ হাসপাতাল সংলগ্ন সরকারি মা ও শিশু হাসপাতালের সামনে এপেক্স বাংলাদেশ জেলা-১ ও জেলা-২এর আয়োজনে হাসপাতালে আগত নারী,শিশু রুগী,রগীর স্বজনসহ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ সেবা কর্মসূচি পালন করা হয়

এই সেবা কর্মসূচিতে এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর- ১ এপে.সুজিত সাহা সুব্রত, এপেক্স ক্লাব ঢাকার সভাপতি এপে. কবির আহমেদ,সদস্য এপে.শওকত হোসেন, এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের সভাপতি এপে. এএসএম নাফিস, ফাউন্ডার সেক্রেটারি এপে.মনোয়ার হোসেনসহ জেলা-১ ও ২ এর এপেক্সিয়ানরা সেবা কার্যক্রমে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top