সিলেট দিগন্ত : নিয়মিত সেবাকার্যক্রমের ধারাবাহিকতায় গতকাল ২৫/০৪/২০২১ইং তারিখ বিকালে নোয়াখালী এপেক্স ক্লাব অব নোয়াখালী এর উদ্যোগে নোয়াখালী ৫০০ শয্যা জেনারেল হাসপাতালে সামনে রগীর স্বজন ও কমভাগ্যবানদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান নিজাম উদ্দিন পিন্টু, এনইএস এপে. আবু ছায়েদ, পিএনইডি এপে. সাইফুল্যাহ কামরুল, পিডিজি-৮ এপে. মোনাব্বর হোসেন সেলিম, এপেক্স ক্লাব অব ভাষা শহীদ সালামের প্রেসিডেন্ট এপে.জিয়াউর রহমান নিপু, সি.সহসভাপতি এপে. আনোয়ার হোসেন, নোয়াখালী ক্লাবের সভাপতি এপে. ইকবাল সিরাজি, সি.সহসভাপতি এপে. আলাউদ্দিন সোহেল, সেক্রেটারি এপে. নজরুল ইসলাম, সার্ভিস ডিরেক্টর এপে. ইব্রাহিম খলিল কচি, সার্জেন্ট এট আমর্স এপে. সামছুদ্দিন সৈকতসহ এপেক্সিয়ানরা উপস্থিত ছিলেন।