ঢাকা,৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শ্রমিক নিয়ে কৃষকের ধান কেটে দিলেন হাবিবুর রহমান হাবিব

received_1122551481550249.jpeg

দক্ষিণ সুরমা প্রতিনিধি :: মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে লকডাউন চলাকালে শ্রমিক নিয়ে কৃষকের ধান কেটে দিলেন সিলেট ৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব।

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের আযোজনে ধানকাটা শেষে হাবিবুর রহমান হাবিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনায় ঘরবন্দী কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সব সময় প্রস্তুত রয়েছেন। মানুষের যে কোনো দুর্যোগে পাশে আছি।

কৃষকরা কষ্ট করে সোনার ফসল ফলান আমাদের জন্য। এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা কৃষক লীগের যগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি যুবলীগ নেতা শাহিন আলী, সাবেক সদস্য নিজাম উদ্দিন, মহানগর যুবলীগ নেতা বদরুল আলম তুহিন, শ্রমিক লীগ নেতা আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম সেপু, হুজ্জাতুল ইসলাম তুফায়েল, তেতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসাদুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন ইমন, ছাত্রলীগ নেতা আতিক হাসান, লিমন আহমদ, রুহান সহ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top