ঢাকা,৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

এপেক্স ক্লাব অব পতেঙ্গা ও এপেক্স ক্লাব অব সন্দীপের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল ও সার্ভিস প্রোগ্রাম সম্পন্ন

Polish_20210428_013911265.jpg

সিলেট দিগন্ত ডেস্ক : গতকাল ২৭/০৪/২০২১ইং ১৪ই রমজান মঙ্গলবার  আছিয়া খাতুন  ইয়াতিম খানায় এপেক্স ক্লাব অব পতেঙ্গা ও এপেক্স ক্লাব অব সন্দীপের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল ও সার্ভিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও সার্ভিস অনুষ্ঠানে ৫৫ জন ইয়াতিম কে নিয়ে ইফতার করা হয় এবং  সবার সাহরি খাওয়ার  ব্যবস্হা সহ ৩০ রমজান পর্যন্ত ইফতারের জন্য নগদ টাকা প্রদান করা হয়,।

এলজিপিএনপি, ডিজি -৩, পিডিজি-৩ আইএন এসডি ক্লাব প্রেসিডেন্ট ও ক্লাব মেম্বার গন উপস্হিতি ছিলেন। ইফতার পূর্ব ভর্তি সময় সদ্য প্রয়াত এপেক্স ক্লাব অব পতেঙ্গার লাইফ মেম্বার এপেক্সিয়ান রফিকুল ইসলাম চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top