ঢাকা,২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর উদ্যোগে সিলেট নগরীতে ভ্রাম্যমাণ ইফতার সামগ্রী ও লিফলেট বিতরণ

IMG-20210428-WA0009.jpg

এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর উদ্যোগে সিলেট নগরীতে ভ্রাম্যমাণ ইফতার সামগ্রী ও লিফলেট বিতরণ সম্পন্ন

এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর উদ্যোগে সিলেট নগরীর দিনমজুর ও পথচারী ভাসমান মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও কোভিড-১৯ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপে. আক্তার হোসেন খান, জেলা গভর্নর-৪ এপে. শাহেদুর রহমান, এপে. ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, এপেক্স ক্লাব অব সিলেটের সাবেক সভাপতি এপে. মো. বাবুল মিয়া, জেলা-৪ সেক্রেটারী এপে. নাজমুল হুদা, এপেক্স ক্লাব অব শাহপরান সিটির সভাপতি এপে. কায়সার জামান, এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের সেক্রেটারী এপে. এড. আব্দুল্লাহ আল হেলাল, সিলেট ক্লাবের সদস্য এপে. মো. সাব্বির প্রমূখ।

সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে বাদ আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত ভ্রাম্যমাণ ইফতার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top