আব্দুল জব্বার জলিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট
সোসাইটির এডহক ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত
সাহেদ আহমদ :: সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি, আব্দুল জব্বার জলিল ট্রাষ্টের সভাপতি, আটাব সিলেট জোন এর সাবেক সভাপতি আব্দুল জব্বার জলিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এডহক ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। গত ২৮ এপ্রিল ২০২১ রাষ্ট্রপতির আদেশ ক্রমে উপ-সচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৯৭৩ সালের রাষ্ট্রপতির আদেশ নম্বর ২৬ এর ৯ (বি)(১) এর প্রদত্ত ক্ষমতা বলে সাবেক ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. নূর-উর-রহমান কে ভাইস চেয়ারম্যান ও বিজিএমইএ এর ভাইস প্রেসিডেন্ট এম এ সালামকে ট্রেজারার করে মোট ১৪ সদস্য বিশিষ্ট এডহক ম্যানেজিং বোর্ড গঠন করা হয়। উপ-সচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরো বলা হয় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এডহক ম্যানেজিং কমিটির মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৩ মাস কার্যকর থাকবে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সালা উদ্দিন আহমদ, বেগম আরমা দত্ত এমপি, ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক খাঁন মোহাম্মদ আবুল কালাম আজাদ, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কুমিল্লা জেলা আওয়ালী লীগের সাবেক সহ-সভাপতি মফিজুর রহমান বাবুল, ডিবিসি নিউজ এর মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য বেগম রাজিয়া সুলতানা লুনা, ডা. মো. মোশাররফ হোসেন, প্রফেসর চৌধুরী সরোয়ার জাহান, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সেকান্দার আলী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া। বিজ্ঞপ্তি