এপেক্স ক্লাব অব ফেঞ্চুগঞ্জ এর সেবা কার্যক্রম সফল ভাবে সম্পন্ন
সিলেট দিগন্ত ডেস্ক : আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব ফেঞ্চুগঞ্জ এর উদ্যোগে কম ভাগ্যবান মানুষের মাঝে অর্ধশত বস্তা চাউল বিতরণ করা হয়। অদ্য ৩০ এপ্রিল ২০২১ইং শুক্রবার দুপুরে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা গভর্নর -৪ এপেক্সিয়ান মোঃশাহেদুর রহমান শাহেদ, লাইমেম্বার এপেক্সিয়ান ছয়ফুল করিম চৌধুরী হায়াত, পিডিজি-৪ এপেক্সিয়ান এডভোকেট গিয়াসউদ্দিন চৌধুরী গ্রীন হিলস ক্লাবের সেক্রেটারি এপেক্সিয়ান এড.আব্দুল্লাহ আল হেলাল, এপেক্স ক্লাব অব ফেঞ্চুগঞ্জ এর সভাপতি এপেক্সিয়ান আশরাফ উদ্দিন, ক্লাবের অতিত সভাপতি এপেক্সিয়ান মোঃদোলাল আহমদ, ক্লবের বোর্ড মেম্বার এপেক্সিয়ান মোনায়েম আহমদ খান ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।