বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’র কেন্দ্র ঘোষিত মাহে রামাদান উপলক্ষে দেশব্যাপী গরীব-দুঃখী, অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে সিলেট পশ্চিম জেলা তালামীয কর্তৃক ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩০ এপ্রিল, শুক্রবার বিকাল ৫ ঘটিকায় শহরের রেলওয়ে স্টেশন, কীন ব্রিজ, কদমতলীসহ বিভিন্ন স্থানে প্রায় ৩০০ জন মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলা তালামীযের সভাপতি ছাত্রনেতা শেখ আলী হায়দার।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলা তালামীযের সাধারণ সম্পাদক ছাত্রনেতা কবির আহমদ, প্রচার সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, সদস্য শেখ বিলাল আহমদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে।