ঢাকা,৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমায় হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ

received_812358909394440.jpeg

সিলেট দিগন্ত ডেস্ক :সিলেটের দক্ষিণ সুরমা উপজেল দাউদপুর ইউনিয়নের হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত ৩০ এপ্রিল শুক্রবার বিকেলে রাউৎকান্দি-সিকন্দরপুর সোসাইটির কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট জেলা শাখার সহ সভাপতি, পাবলিক প্রসিকিউটর (পি.পি) এডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন।
হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শামছুজ্জামান কবির এর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক কয়েছ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন দক্ষিণ সুরমা উপজেলার সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান লিলু মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা বিশিষ্ট মুরব্বি খিজির খান, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুল হক, গোলাপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাকারিয়া তালুকদার, বিশিষ্ট মুরব্বি আরমান আলী, ব্যাংকার নুরুল ইসলাম।
সোসাইটির সদস্য আল মাহমুদ বিলাল এর পবিত্র কোরাআন তেলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সধারণ সম্পাদক আখলাকুল মাওলা বাহার।
খাদ্য সামাগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির বর্তমান সভাপতি আলহাজ্ব খলিল উদ্দিন, সদস্য মিফতাহুজ্জামান, মুস্তাক আহমদ, আহবাব হোসেন বাচ্চু, সাকি হাজারী, কয়েছ আহমদ, জসিম উদ্দিন, হাসান বিন সাঈফ, শাফি, রুহুল আমিন, বদর উদ্দিন, ছাকিব, ছাবের, মাহদি, নেছার প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সোসাইটির সকল প্রবাসীদের আর্থিক সহায়াতায় প্রায় দেড় শতাধিক হত দরিদ্র পরিবারের মধ্যে ৩ কেজি আলু, পিয়াজ ৩ কেজি, সয়াবিন তৈল ২ লিটার, চানা ১ কেজি, ঢাল ১ কেজি, খেজুর ১ কেজি, চিনি ১কেজি, লবণ ১ কেজি সহ ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি এডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন বলেছেন, সরকারের পাশাপাশি হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটি দরিদ্র বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়ন ও মানবতার কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এই গ্রুপ প্রতিষ্ঠালগ্ন থেকে আর্ত মানবতা ও মানব সেবামুলক দিক বেশি গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করছে। বিভিন্ন দুর্যোগময় সময় বঞ্চিত জনগোষ্ঠীর পাশে সহযোগিতা নিয়ে পাশে দাড়ায়, এটা অত্যান্ত প্রশংসনীয় ও মহতি উদ্যোগ। তিনি বলেন, সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিরা এভাবে দরিদ্রদের সাহায্যে এগিয়ে আসলে তারা উপকৃত হবেন। তিনি হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটি মত সবাইকে মানব সেবায় এগিয়ে আসার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top