ঢাকা,১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিমুলের অকাল মৃত্যুতে নিচিচা গোয়াইনঘাট উপজেলা শাখার শোক প্রকাশঃ

Polish_20210512_115333713.jpg

নিরাপদ_চিকিৎসা_চাই গোয়াইনঘাট উপজেলা শাখার সাহিত্য বিষয়ক সম্পাদক,উদীয়মান ও তরুণ ছাত্রনেতা,খুব মেধাবী এবং অমায়িক আচরণের অধিকারী লেংগুড়া ইউনিয়নের শনিরগ্রাম নিবাসী শাহরিয়ার আহমেদ শিমুল এই নশ্বর পৃথিবীর মায়া ছেড়ে পরপারে চলে গেছে। ইন্না-লিল্লাহি……..রাজীউন।

এক মর্মান্তিক রোড এক্সিডেন্টে তিনি ইন্তেকাল করেছেন।
নিচিচা গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি এম সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মহান আল্লাহ যেনো ভাইটাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন।আমীন।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top