পথের শিশু ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এপেক্স বাংলাদেশের জেলা-১ ও জেলা-২ এর পোষাক ও খাদ্য বিতরণ
——————————————–
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশের জেলা-১ ও জেলা-২ কর্তৃক মাসব্যাপী কমপক্ষে ১০০(একশত)জনকে খাদ্য বিতরণের ২৭তম দিনে ঈদ আনন্দ অংশীদারে,হাসি মুখের প্রত্যাশায় ‘ঈদ পোষাক উপহার ” দেয়া হয়।
অদ্য ১০.৫.২০২১ইং সোমবার ঢাকার গুলিস্তানের ঐতিহ্যবাহী মহানগর নাট্যমঞ্চ সংলগ্ন পার্কে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান নিজাম উদ্দিন পিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কুদরত-ই- খুদা এলজি- পি এন পি, এপেক্সিয়ান মোশারফ হোসেন মিশু এলজি, এপেক্সিয়ান খুরশিদুল আলম অরুণ পি এন পি, জেলা-৮ এর গভর্নর এপেক্সিয়ান এডভোকেট খোরশেদ আলম, জেলা ০১ এর গভর্নর এপেক্সিয়ান সুজিত কুমার সুব্রত সাহা, জেলা-০২ এর গভর্নর এপেক্সিয়ান মনিরুল ইসলাম, ন্যাশনাল সেক্রেটারি এপেক্সিয়ান হাবিবুর রহমান চৌধুরী, ন্যাশনাল ট্রেজারার এপেক্সিয়ান হারুনুর রশিদ, এপেক্স ক্লাব মিডটাউনের চার্টার সেক্রেটারি সিনিয়র এপেক্সিয়ান মনোয়ার হোসেন তৌফিক,মোহাম্মদপুর ক্লাবের ফাউন্ডার মেম্বার আমজাদ হোসেন অপু,নোয়াখালী ক্লাবের প্রেসিডেন্ট এপে.ইকবাল সিরাজীসহ এপেক্স ক্লাব অব ঢাকা,ঢাকা মিডটাউন ক্লাব, ঢাকা মেট্রোপলিটন ক্লাব, ঢাকা সিটি ক্লাব, ঢাকা সেন্ট্রাল ক্লাব, ঢাকা গ্রীন ক্লাব,মতিঝিল ক্লাব, জাহাঙ্গীরনগর ক্লাব,মিরপুর ক্লাব,মোহাম্মদপুর ক্লাবসহ বিভিন্ন ক্লাবের অর্ধ শতাধিক এপেক্সিয়ান ও ক্লাব নেতৃবৃন্দ ।
পথের শিশু ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এপেক্স বাংলাদেশের জেলা-১ ও জেলা-২ এর পোষাক ও খাদ্য বিতরণ
