অনুশোচনা
মুহাম্মাদ মামুনুর রশী
রহমত,মাগফিরাত আর নাজাতের দিন নিচ্ছে বিদায়
ক্ষমা করে দাও প্রভু আমায়।
ঈদ আনন্দে দুনিয়াবাসী আত্নহারা
রামাদ্বানের বিদায়ে কবরবাসী দিশেহারা।
এমন দিন পেয়ে যদি ক্ষমা না পাওয়া যায়
তার চেয়ে দুর্ভাগা আর নাই হাদীসে পাওয়া যায়।
ঈদ আনন্দে হই যেমন খুশি
নাজাত দিয়ে পার করে দিও এ তরী।
রামাদান যেভাবে কাটিয়েছি
জীবন যেন এভাবেই পার করি।
সুখে দুঃখে তোমায় যেন স্বরন করি।
কামনা এটাই করি।