ঢাকা,২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

অনুশোচনা : মুহাম্মাদ মামুনুর রশীদ

received_526017801898383.jpeg

অনুশোচনা
মুহাম্মাদ মামুনুর রশী 
রহমত,মাগফিরাত আর নাজাতের দিন নিচ্ছে বিদায়
ক্ষমা করে দাও প্রভু আমায়।
ঈদ আনন্দে দুনিয়াবাসী আত্নহারা
রামাদ্বানের বিদায়ে কবরবাসী দিশেহারা।

এমন দিন পেয়ে যদি ক্ষমা না পাওয়া যায়
তার চেয়ে দুর্ভাগা আর নাই হাদীসে পাওয়া যায়।
ঈদ আনন্দে হই যেমন খুশি
নাজাত দিয়ে পার করে দিও এ তরী।

রামাদান যেভাবে কাটিয়েছি
জীবন যেন এভাবেই পার করি।
সুখে দুঃখে তোমায় যেন স্বরন করি।
কামনা এটাই করি।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top