ঢাকা,১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

received_336990911194615.jpeg

মোঃ সামাছুজ্জামান বিশেষ প্রতিনিধি ঃ গোয়াইনঘাটের রুস্তমপুর ইউনিয়নের খলামাধব চেয়ারম্যান বাড়িব সামনে সকাল ১০: ৩০ মিনিটের সময় সি এন জি ও কার সংগর্ষে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সি এন জি চালিত ড্রাইভার সহ ৬ জন আহত হয়। এর মধ্যে ২ জন মূত্যুর সাথে পাঞ্জা লড়ছে। লোকমুখে জানা যায় সালুটিকর স্টপিজের সিএনজি হাদারপার যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। উপস্তিত কার পরিচয় জানা যায়নি। আশংকা জনক ২ জনের মধ্যে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল নেওয়ার পথে ১ জন মারা যায়। এ সময় উপস্তিত জনতা রাস্তা আটকিয়ে রাখে এবং রাস্তার দুপাশে গাড়ির আটকি রাখলে গোয়াইনঘাট পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রনে আনে।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top